Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দুর্দান্ত ফিচার আনছে হোয়াটস অ্যাপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ২৩ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

দুর্দান্ত ফিচার আনছে হোয়াটস অ্যাপ

ঢাকা : নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটস অ্যাপ। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী শিগগিরই সব ফোনে স্টেবেল ভার্সানে হোয়াটস অ্যাপের এ ফিচারটি পৌঁছে যাবে। হোয়াটস অ্যাপের এ ফিচারে ফেসবুক স্টোরিজ হোয়াটস অ্যাপে শেয়ার করা যাবে। অর্থাৎ এক পোস্টে দুই কাজ করা যাবে।

আইওএস (iOS) গ্রাহকরা স্টেবেল ভার্সানে ব্যবহার করতে পারলেও অ্যান্ড্রয়েড গ্রাহকদের এ ফিচার ব্যবহারের জন্য হোয়াটস অ্যাপের বিটা ভার্সান ব্যবহার করতে পারবেন।

ইতোমধ্যেই অনেক গ্রাহক নতুন এ ফিচারের খবর জানিয়েছেন। হোয়াটস অ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সান 2.19.258 আর হোয়াটস অ্যাপ আইফোন ভার্সান 2.19.92 থেকে এ ফিচার ব্যবহার করা যাচ্ছে।

নতুন ফিচারে হোয়াটস অ্যাপে স্ট্যাটাস পোস্ট করার সময় ‘Share to Facebook Stor’ বাটন দেখা যাবে। এক ক্লিকে সেই স্ট্যাটাস ফেসবুক স্টোরিজে পোরট হয়ে যাবে।

মে মাসে প্রথম ফেসবুক স্টোরিজে হোয়াটস অ্যাপ স্ট্যাটাস পোস্ট করার খবর সামনে এসেছিল। জুন মাসে প্রথম বিটা ভার্সানে এ অবশেষে সামনে এল সেই ফিচার। অবশেষে Gadgets 360 আফিসে Android ও iOS ডিভাইসে এ ফিচার ব্যবহার করা সম্ভব হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer