Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বৃহস্পতিবার ০৯ মে ২০২৪

ঢাকায় মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ২ অক্টোবর ২০১৯

আপডেট: ১৪:১৭, ২ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

ঢাকায় মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন

ছবি : ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন বছরব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন করছে। এর অংশ হিসেবে বুধবার গান্ধীজির জন্মদিন উদযাপন করা হয়। বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে ঢাকার দিল্লী পাবলিক স্কুল, এস এফ এক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা ও বাংলাদেশ স্কাউট সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস। 

বক্তব্য রাখছেন হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস

ভারত সরকারের মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে, বিশ্বের ১২৪টিরও বেশি দেশের শিল্পীরা তাঁর প্রিয় ভজন ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ গেয়ে গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করেন।

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

গান্ধীজির প্রিয় ভজন পরিবেশনার স্বীকৃতিস্বরূপ হাই কমিশনার বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ বইটি উপহার দেন। অনুষ্ঠানে শর্মিলা ব্যানার্জী ও তাঁর দল সংগীত পরিবেশনার মাধ্যমে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer