Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬

গাজীপুরে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ২ মে ২০২৪

প্রিন্ট:

গাজীপুরে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুরে নৃত্যের তালে তালে উদযাপিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস।  গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দির মঞ্চে বিভিন্ন নৃত্য সংগঠনের শিল্পী ও প্রশিক্ষণার্থীরা এতে নৃত্য পরিবেশন করে। 

এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুর আয়োজিত আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুল করিম। 

গাজীপুর শিল্পকলার জেলা কালচারাল অফিসার শারমীন জাহান জানান, অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুর সহ আনন্দলোক ললিতকলা একাডেমি, নটরাজ নৃত্যকলা একাডেমি, বন্ধুমহল শিল্পী সংস্থা, মঞ্চকুড়ি ললিতকলা একাডেমি ও নৃত্যবীনা ললিতকলা একাডেমি নৃত্য পরিবেশন করে। শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

Walton
Walton