Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৫ ১৪৩১, সোমবার ২০ মে ২০২৪

প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

প্রকাশিত: ২৩:৩৯, ৮ মে ২০২৪

প্রিন্ট:

প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

ফাইল ছবি

প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত ৩৩টি উপজেলার ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে বিজয়ী চেয়ারম্যানরা হলেন- ইন্দুরকানীতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিয়াউল আহসান গাজী,  বান্দরবান সদরে আবদুল কুদ্দুছ, আলীকদমে আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন,  সুনামগঞ্জের শাল্লায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবণী মোহন দাস, দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, চুয়াডাঙ্গার জীবননগরে হাজী মো. হাফিজুর রহমান, দিনাজপুরের হাকিমপুরে কামাল হোসেন রাজ, কুড়িগ্রামের চিলমারীতে মো. রুকুজ্জামান শাহিন,  মানিকগঞ্জের হরিরামপুরে দেওয়ান সাইদুর রহমান, সিংগাইরে সায়েদুল ইসলাম, কক্সবাজার সদরে মুক্তিযোদ্ধা নুরুল আবছার, ফুলগাজীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদার, বগুড়ার সোনাতলায় মিনহাজউদ্দিন লিটন, ডোমারে সরকার ফারহানা আকতার সুমি, বরিশাল সদরে আবদুল মালেক হাওলাদার, ঝিনাইদহ সদরে মিজানুর রহমান মাসুম, কালিগঞ্জে শিবলি নোমানী, দিনাজপুরের হাকিমপুরে কামাল হোসেন রাজ, মাগুরা সদরে রানা আমির ওসমান, শ্রীপুরে শরিয়ত উল্লাহ রাজন, হবিগঞ্জের বানিয়াচংয়ে ইকবাল হোসেন খান,  মেহেরপুর সদরে আনারুল ইসলাম, মুজিবনগরে আমান হোসেন মিলু, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিমল বিশ্বাস, জয়পুরহাটের ক্ষেতলালে দুলাল মিয়া সরদার, গাজীপুরের কাপাসিয়ায় অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, যশোরের কেশবপুরে মো. মফিজুর রহমান, মনিরামপুরে আমজাদ হোসেন লাভলু, দিনাজপুরের বিরামপুরে পারভেজ কবির, সিলেট সদরে জয়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমায় জয়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, গোলাপগঞ্জে জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী, লালমনিরহাটের পাটগ্রামে মো. রুহুল আমীন বাবুল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer