Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী শুক্রবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ১৭ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী শুক্রবার

ঢাকা: সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে শুক্রবার। ১৯৭৭ সাল থেকে কাজ করা রেইনবো চলচ্চিত্র সংসদ নয় দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে।

শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে। 

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সমাপনী অনুষ্ঠান শেষে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ চলচ্চিত্রটি দেখানো হবে। এর আগে সাবেক অর্থমন্ত্রী এএমএ মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ১০ জানুয়ারি উৎসবের উদ্বোধন করেন।  

আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্য নিয়ে সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র বাছাই করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer