Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ডিডাব্লিউ-র মস্কো অফিস বন্ধ: ক্ষুব্ধ জার্মানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২২

প্রিন্ট:

ডিডাব্লিউ-র মস্কো অফিস বন্ধ: ক্ষুব্ধ জার্মানি

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জার্মান সংবাদ মাধ্যম ডিডাব্লিউ-র মস্কো অফিস বন্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটি এই সংবাদমাধ্যমের সমস্ত রিপোর্টারের অ্যাক্রেডিটেশন বাতিল করেছে। এ নিয়ে রাশিয়ার ওপর বেজায় চটেছে জার্মানি।

রাশিয়ার এমন সিন্ধান্তের নিন্দা জানিয়েছে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। জার্মানির সংস্কৃতিমন্ত্রী বলেছেন, এই পদক্ষেপ `কোনোভাবেই গ্রহণযোগ্য নয়`। ডিডাব্লিউ-র ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ।, রাশিয়ার এই সিদ্ধান্ত সম্পূর্ণ অতিরিক্ত প্রতিক্রিয়া ও আরেকটি লক্ষণ হচ্ছে রাশিয়ান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় আগ্রহী নয়।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার প্রশাসন জানিয়ে দেয়, মস্কোয় ডিডাব্লিউ-র অফিস বন্ধ করে দিতে হবে। রাশিয়ায় কর্মরত ডিডাব্লিউ-র সমস্ত সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। যার অর্থ, তাদের আর সরকার সাংবাদিক হিসেবে দেখবে না। সরকারি অনুষ্ঠানে তাদের ডাকা হবে না। সরকার বা প্রশাসন তাদের আর কোনো খবর দেবে না। তথ্যসূত্র: বিবিসি, ডয়েচে ভেলে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer