Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

ইসরাইলে আল জাজিরা নিষিদ্ধে আইন পাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ২ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

ইসরাইলে আল জাজিরা নিষিদ্ধে আইন পাস

ফাইল ছবি

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিষিদ্ধে আইন পাস করেছে ইসরাইল। সোমবার দেশটির পার্লামেন্টে এ আইন পাস হয়।

এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, পার্লামেন্টের ভোটাভুটিতে ৭০-১০ ভোটে আইনটি পাস হয়েছে। আইনটি পাস হওয়ার ফলে বিদেশি টেলিভিশন চ্যানেলের কন্টেন্টে নিষেধাজ্ঞা জারি করতে পারবে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আইন অনুযায়ী ইসরাইলে বিদেশি চ্যানেলও বন্ধ করতে পারবে কর্তৃপক্ষ।

আইনটি পাসের পর ইসরাইলে আল জাজিরা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। সোমবার এক এক্স (সাবেক টুইটার) পোস্টে নেতানিয়াহু লেখেন, 
আল জাজিরা সক্রিয়ভাবে গত ৭ অক্টোবরের হত্যাকাণ্ডে অংশ নিয়ে ও সেনাদের বিরুদ্ধে উসকানি দিয়ে ইসরাইলের নিরাপত্তার ক্ষতি করছে।

তিনি আরও লেখেন, আমি নতুন আইন অনুযায়ী দ্রুত এই চ্যানেলের কার্যক্রম বন্ধের পদক্ষেপ নেব।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইসরাইল দাবি করেছিল, গাজায় বিমান হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক ও একজন ফ্রিল্যান্সার ‘সন্ত্রাসী কর্মী’ ছিলেন। পরের মাসেও চ্যানেলটির আরেক সাংবাদিক গাজায় পৃথক হামলায় আহত হয়েছিলেন। তখনও ইসরাইল দাবি করেছিল, তিনি হামাসের একজন ডেপুটি কোম্পানি কমান্ডার।

এদিকে, আল জাজিরা ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে তাদের কর্মীদের লক্ষ্যবস্তু করছে ইসরাইল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer