Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ডি. আর কঙ্গো’র শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনে সেনা প্রধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ১১ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ডি. আর কঙ্গো’র শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনে সেনা প্রধান

ঢাকা : সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক শুক্রবার শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে সফররত ডি. আর. কঙ্গো এর বুনিয়াস্থ এ্যান্ড্রোমো সেনা ক্যাম্পের মার্টার স্কয়ারে (শহীদ সমাধি) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় প্রতিনিধি দলের সদস্য সিএমটিডি’র কমান্ড্যান্ট, ওভারসিজ অপারেশন্স পরিদপ্তরের পরিচালক, ইএমই পরিদপ্তরের পরিচালক এবং মনুস্কতে বাংলাদেশ সেনাবাহিনীর কান্ট্রি সিনিয়র, ইতুরী ব্রিগেড কমান্ডার এবং ব্যানব্যাট-১/১৯ (২৬ ই বেংগল) এর কন্টিনজেন্ট কমান্ডার উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি ব্যানব্যাট-২ (৫ বীর) এর ডমিনেশন পেট্রোল চলাকালীন মিলিশিয়া গ্রুপের এ্যাম্বুসে পড়ে ১ জন অফিসার, ১ জন জেসিও, ৭ জন অন্যান্য পদবীসহ মোট ৯ জন বাংলাদেশী শান্তিরক্ষী শহীদ হন।

এছাড়াও আরো ৪ জন বাংলাদেশী শান্তিরক্ষী সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে আত্মোৎসর্গ করেন। শহীদদের স্মরণে ২০০৫ সালে ব্যানব্যাট-৩ (১১ বীর) নির্মিত হয় মার্টার স্কয়ার (শহীদ সমাধি)।

ডি. আর. কঙ্গো সফররত ৬ সদস্যের প্রতিনিধি দলটি ৮ জুন শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এবং পরিদর্শন শেষে আগামী ১৫ জুন দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer