Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ডাঃ মোঃ কফিল উদ্দিন চৌধুরী’র দুটি কবিতা

প্রকাশিত: ০০:৩৫, ১৮ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ডাঃ মোঃ কফিল উদ্দিন চৌধুরী’র দুটি কবিতা

তখনও তুমি মানুষ ছিলে

যুদ্ধ বাঁধল, অস্ত্র চলল,
মানুষ মরল লাখে-লাখ।
লাশের রক্তে রঞ্জিত মাটি বসুমতির।
আর্তের চিৎকারে আকাশ-বাসাত হল ভারী।
বারুদের গন্ধে আতঙ্কিত মানবতা।
না হয় ধরলে অস্ত্র।
না হয় সেবা দিলে আর্ত-পীড়িতের।
শুধু সমবেদনায় দু-চোখ ভরে এল জল,
তখনও তুমি মানুষ ছিলে।
অন্ধকার এল, পাপে পুঁতিগন্ধময় যেন ধরণী,
ভ্রান্ত নরকের পথে যেন পথভ্রষ্টদের মিছিল।
চারদিকে যেন মিথ্যার জয়গান, সত্য ¤্রয়িমান।
অন্যায়ই যেখানকার ভাষা, হরণই যেথায় অধিকার।
পাপীরা যেথায় শাসন দন্ড হাতে, সত্যের মাথা নত।
না হয় ন্যায়ের পতাকা হাতে না নিলে।
প্রতিবাদে না হয় ঘুরে না দাঁড়ালে।
ঘৃণায় পাপের প্রতি মন সর্বদা তৃণ সম দহে।
তখনও তুমি মানুষ ছিলে।
স্বৈরাচার এল, দুঃশাসনে দেশ ভার।
লঙ্ঘিত হল মানবাধিকার।
ন্যায়ের শাসনের মুখে কপাট পড়ল।
মুক ও বধির হল বাক-স্বাধীনতা।
না হয় ধরলে কলম।
না হয় সেতারে তুললে না কোন বিপ্লবের সুর।
শুধু অধিকার হারাদের সমবেদনায় কোন সমোজতায় না হয় গেলে
তখনও তুমি মানুষ ছিলে।
দুর্যোগ থাবা মারল, খরা লাগল দেশময়।
পথে-ঘাটে অস্থি-চর্মসার বুভূক্ষের দল।
সুযোগ সন্ধানীরা গা ঢাকা দিল।
চোরা-কারবারী-মওজুদদারীরা আঙ্গুল ফুলে কলা গাছ।
লোক দেখানোর দল ত্রাণ-ত্রাণ বলেই ক্ষান্তি।
না হয় ছিল তোমার কাছে ধনীর শস্যভান্ডারের চাবি।
না হয় ছিল ব্যাংকে তোমার অর্থের ঝন-ঝনানি।
শুধু তোমার এক মুষ্টি চাল ক্ষুধাতুর থালে।
তখনও তুমি মানুষ ছিলে।
অস্তমিত তখন স্বাধীনতার সূর্য দখলদারের আক্রমনে।
ঘর হারা, দেশ হারা মানুষ পা বাড়ায় সীমান্তের ওপারে।
মা-বোনেরা ধর্ষিত হয়
ভাইয়ের রক্তে-বোনের রক্তে রঞ্জিত প্রতি বাড়ি-ঘরের দেয়াল।
গ্রামের পর গ্রামে আগুনের ধ্বংসের লেলিহান শিখা।
না হয় গেলে শত্রু মুক্তির সম্মুখ সমরে।
গেরিলা যুদ্ধে বোমার আঘাতে উড়ালে না কোন শত্রুর ঘাঁটি।
কেবল দেশ প্রেমের আর্তিমাখা করুন সুরের বীনা বাজল যখন তোমার অন্তরে
তখনও তুমি মানুষ ছিলে।

তুমি কার?

কবিতা তুমি কার?
কবির না পাঠকের?
নাহি সমজদারের, নাহি সমালোচকের।
নাহি প্রকাশকের, নাহি স্বীকৃতির।
আমি সৃষ্টির আনন্দের।
সুর তুমি কার?
গীতিকারের না সুরকারের?
নাহি শ্রোতার, নাহি দর্শকের।
নাহি হরষের, নাহি বিশাদের।
আমি চিত্তের প্রশান্তির।
প্রেম তুমি কার?
প্রেমিকের না প্রেমিকার?
নাহি মিলনের, নাহি বিচ্ছেদের।
নাহি উন্নতের, নাহি ইতরের।
আমি স্বর্গের।
সম্মান তুমি কার?
মানির না আভিজাত্যের?
নাহি আশরাফের, নহি আতরাফের।
নাহি জোরের, নাহি লোক দেখানোর।
আমি বিনয়ের।
সম্পদ তুমি কার?
ধনীর না গরীবের?
নাহি লোভের, নাহি লালসার।
নাহি অহংকারের, নাহি বিবাদের।
আমি প্রয়োজনের।
জ্ঞান তুমি কার?
জ্ঞানীর না পথভ্রষ্টের?
নাহি বিশ্বাসের, নাহি অবিশ্বাসের।
নাহি পুস্তকের, নাহি মন-মস্তিষ্কের।
আমি কল্যাণের।
সুখ তুমি কার?
সুখীর না দুঃখীর?
নাহি অর্থে, নাহি প্রাপ্তিতে।
নাহি স্বপনে, নাহি রাজপ্রাসাদে।
আমি অনুভবে।
শাসন তুমি কার?
শাসকের না শাসিতের?
নাহি দন্ডের, নাহি বৈষম্যের।
নাহি অবিচারের, নাহি অপব্যবহারের।
আমি সাম্যের, আমি ন্যায় বিচারের।
সৃষ্টি তুমি কার?
পূজারীর না পূজার নৈবদ্যের?
নাহি ধ্যানের, নাহি ত্যাগের।
নাহি শুধু ধনুর কিংবা মনুর বংশধরের।
আমি সৃষ্টির সকলের।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer