Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

জাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ২১ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

ঢাকা : জাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মাসাজো নোনাকা রোববার মারা গেছেন। তার বয়স হয়েছিল এক’শ ১৩ বছর।জাপানের সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড বুকের রেকর্ড অনুযায়ী মানবেতিহাসে যে বছর রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বিমান উড়িয়েছিলেন তার দুই বছর পর ১৯০৫ সালের জুলাইয়ে মাসাজো নোনাকার জন্ম। এছাড়া তার জন্মের মাত্র কয়েকমাস আগে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করেন।

গত বছর স্পেনিয়ার্ড ফ্রান্সিসকো নুনেজ অলিভেরার মৃত্যুর পর গিনেস বুকে আনুষ্ঠানিকভাবে মাসাজোর নাম ওঠে।

কিউদো নিউজকে তার নাতনী ইয়োকো বলেন, ‘তাকে হারিয়ে আমরা মর্মাহত। তিনি আমাদের পরিবারকে অকারণ ব্যতিব্যস্ত না করেই চলে গেছেন।’

মাসাজোর ছয় ভাই ও এক বোন।তিনি ১৯৩১ সালে বিয়ে করেন এবং পাঁচ সন্তানের জনক হন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer