Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

গঠনমূলক সহযোগিতা আরও বাড়বে: পুতিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ২৬ মার্চ ২০২১

প্রিন্ট:

গঠনমূলক সহযোগিতা আরও বাড়বে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অসাধারণ নেতা ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানের শেষ দিন শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চে এ ভিডিও বার্তা প্রচার করা হয়।

নিজের বার্তায় পুতিন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময়ে বাংলাদেশ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীও উদযাপন করছে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানিয়ে তিনি বলেন, আমি নিশ্চিত যে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য যৌথ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের গঠনমূলক সহযোগিতা আরও বাড়বে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer