Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল : সরানো হয়েছে প্রায় এক লাখ লোক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ১২ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল : সরানো হয়েছে প্রায় এক লাখ লোক

ঢাকা : ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে শুক্রবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় এক লাখ লোককে সরিয়ে নেয়া হয়েছে। এতে অনেক অবকাঠামো ভস্মিভূত হয়েছে। এদিকে এ দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন লাগতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। খবর এএফপি’র।

দমকল কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ ভয়াবহ এ দাবানল লস অ্যাঞ্জেলস কেন্দ্রের প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত সান ফার্নান্ডো ভ্যালীর বিভিন্ন এলাকার সাত হাজার ৫৪২ একর ভূমি গ্রাস করে ফেলে।

তারা আরো জানান, দাবানলে কমপক্ষে ৩১ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা একেবারে পুড়ে গেছে।
দমকল কর্মকর্তারা জানান, পোর্টার র‌্যাঞ্চ এলাকায় নিজের বাড়ির আগুন নেভানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বয়সের এক ব্যক্তি মারা গেছে।

বৃহস্পতিবার রাতে সিলমার নগরীতে আগুন ছড়িয়ে পড়ার পর তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এ দাবানলের কারণ জানা যায়নি।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer