Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কুয়েতে প্রবাসীরা পাচ্ছেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ১৭ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

কুয়েতে প্রবাসীরা পাচ্ছেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স

কুয়েতের স্থানীয় নাগরিক ও প্রবাসী বাংলাদেশিসহ দেশটিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে দেশটির সরকার। এই ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আন্তর্জাতিকভাবে বিশ্বের যে কোনো দেশে বৈধভাবে গাড়ি চালানো যাবে।

রোববারথেকে এ লাইসেন্স দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে।

স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি সুরক্ষার জন্য অনলাইনে সব ধরনের তথ্য রাখা হবে। এ ছাড়া জালিয়াতি ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।কুয়েত সরকারের যুগোপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

এই ড্রাইভিং লাইসেন্সে প্রবাসীদের পাশাপাশি তাদের নিজেদের স্পন্সরের ডাটা সংরক্ষণ করা হয়েছে। উন্নতমানের প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কার্ডটি তৈরি করা করা হলেও বাড়ানো হয়নি ফি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer