Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

কুবিতে তথ্য প্রযুক্তি বিষয়ক পেশার উপর সেমিনার

রিদওয়ানুল ইসলাম, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৩, ৫ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

কুবিতে তথ্য প্রযুক্তি বিষয়ক পেশার উপর সেমিনার

ছবি-বহুমাত্রিক.কম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি এসোসিয়েশনের উদ্যোগে "ক্যারিয়ার টক উইথ প্রফেশনালস" শীর্ষক
এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দুইটি সেশনে অনুষ্ঠিত এ সেমিনারের প্রথম অংশে প্রযুক্তি খাতে উচ্চ শিক্ষা নিয়ে আলোচনা করেন বিভাগের এলামনাই যুক্তরাষ্ট্রের ইউএনসি চারলোটে রিসার্চ এসিস্ট্যান্ট (পিএইচডি) হিসেবে কর্মরত মোর্শেদুল আলম কায়ন। সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার নিয়ে আলোচনা করেন অর্বিট্যাক্স বিডি লিমিটেডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম শাকিল ও ইনোসিস লিমিটেডের প্রদীপ কর্মকার।

সেমিনারে তথ্য প্রযুক্তি নির্ভর সরকারি চাকুরি নিয়ে আলোচনা করেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এসিস্ট্যান্ট প্রোগ্রামার খালেদ মোশাররফ চঞ্চল ও কাশমি সুলতানা। দ্বিতীয় সেশনে বর্তমান বাজারে তথ্য প্রযুক্তির সম্ভাবনা ও ভবিষ্যত নিয়ে আলোচনা করেন স্যামসাং রিসার্স এন্ড ডেভলপমেন্ট বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান গাজী মনির উদ্দিন। সেমিনারে অন্যান্যদের মধ্যে ছিলেন বিভিন্ন ফার্মে ও  ব্যাংকে এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিভাগের  এলামনাইয়ের সদস্যরা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer