Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

করোনায় আক্রান্ত মনমোহন সিং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ১৯ এপ্রিল ২০২১

প্রিন্ট:

করোনায় আক্রান্ত মনমোহন সিং

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। খবর এনডিটিভির।

সোমবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর বিকেল ৫টার দিকে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। গত ৪ মার্চ সস্ত্রীক করোনার টিকার প্রথম ডোজ নেন মনমোহন সিং। এ দম্পতি টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন কি-না তা জানা যায়নি।

মনমোহন সিংয়ের বয়স ৮৮ বছর, যে কারণে তার ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতের সাবেক এ প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরে তার আরোগ্য কামনা করে টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে রাজনীতিবিদ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer