Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

করোনা সংক্রমণ ছাড়াই ১শ’ দিন পার করলো নিউজিল্যান্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ৯ আগস্ট ২০২০

প্রিন্ট:

করোনা সংক্রমণ ছাড়াই ১শ’ দিন পার করলো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে করোনা সংক্রমণের কোন রেকর্ড ছাড়াই রোববার ১শ’ দিন চিহ্নিত হলো। তবে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এ নিয়ে সন্তুষ্টির কোন জায়গা নেই।

স্বাস্থ্য দফতরের মহাপরিচালক এশলে ব্লুমফিল্ড বলেছেন, কমিউনিটি সংক্রমণ ছাড়া ১শ’ দিন পাওয়া খুবই গুরুত্বপুর্ণ মাইলস্টোন। কিন্তু যেমনটা আমরা সকলে জানি, আমাদের আত্মতুষ্ট হওয়ার মতো অবস্থা নেই।

তিনি আরো বলেন, নিয়ন্ত্রণ করার পরও বিভিন্ন দেশে কতো দ্রুত ভাইরাসটি পুনরায় ছড়িয়ে পড়ছে তা আমরা দেখেছি। তাই ভবিষ্যতে কোন সংক্রমণ ঘটলে তা দ্রুততার সাথে নির্মূল করার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। নিউজিল্যান্ডে এখনও ২৩ জন করোনা রোগী রয়েছে। তবে এরা সকলেই দেশে প্রবেশকালে সীমান্তে সনাক্ত হয়েছে। তাদের প্রত্যেককে আইসোলেশানে রাখা হয়েছে।

নিউজিল্যান্ডে মোট জনসংখ্যা ৫০ লাখ। ফেব্রুয়ারিতে প্রথম রোগী শনাক্তের পর মোট ১ হাজার ২১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। সর্বশেষ গত ১ লা মে করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা নিয়ন্ত্রণে দেশটির সফলতা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউজিল্যান্ডকে করোনা নিয়ন্ত্রণে অন্যদের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরেছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer