Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

করোনা নিয়ে কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তার সর্তকতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ৭ আগস্ট ২০২০

প্রিন্ট:

করোনা নিয়ে কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তার সর্তকতা

কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডক্টর থেরেসা টম সতর্ক করে বলেছেন, আগামী আরও দুই থেকে তিন বছর সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে এমনকি করোনার ভ্যাকসিন আসলেও।

কানাডার স্থানীয় গণমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, দেশটির প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তার মতে, কানাডিয়ানরা কভিড-১৯ ভ্যাকসিনকে কোনো ‘রৌপ্য বুলেট’ হবে না, যা করোনভাইরাস মহামারির দ্রুত সমাপ্তি ঘটাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।মঙ্গলবার অটোয়ায় ‘ভ্যাকসিনের গতি এবং কার্যকারিতা সম্পর্কে প্রত্যাশা মেটানো’ শীর্ষক এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি শারীরিক দূরত্ব বজায় রাখা, যথাযথভাবে হাত ধোয়া এবং মাস্ক পরার উপর পুনরায় গুরুত্ব আরোপ করেছেন। কোনও ভ্যাকসিন কয়েক মাসের মধ্যে জীবনকে ফিরিয়ে আনবে এমন কোনও ধারণা থেকে দূরে থাকতে বলেছেন তিনি।

টম আরও বলেন, ‘আমরা এই পর্যায়ে আমাদের সমস্ত ফোকাস একটি ভ্যাকসিনের উপর রাখতে পারি না এই আশায় যে এটি রূপোর বুলেট সমাধান। তবে অবশ্যই আমরা পরের দুই থেকে তিন বছরের দীর্ঘ মেয়াদের জন্যও পরিকল্পনা করছি যেখানে ভ্যাকসিন কি ভূমিকা পালন করবে, আমরা তা এখনও জানি না।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer