Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

করোনা জয়ের কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ৫ জুলাই ২০২০

প্রিন্ট:

করোনা জয়ের কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্র করোনা মাহামারীর বিরুদ্ধে ‘অভূতপূর্ব বিজয়’ অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়ন টিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।শনিবার স্বাধীনতা দিবসে তিনি এ কথা বলেন। এসময় ভাইরাসটিকে পরাজিত করার খুব কাছাকাছি চলে এসেছি বলেও জানান তিনি।

তিনি বলেন, করোনা মোকাবিলায় বিশ্বের অন্য যে কোনও দেশের চেয়ে ভাল অবস্থানে রয়েছি যা ইতিহাস সৃষ্টি করবে। এর আগে চীন থেকে আসা ভয়াবহ প্লেগের মুখোমুখি হয়েছিলাম এবং এখন আমরা এ থেকে বেরিয়ে আসার কাছাকাছি।

যদিও এর একদিন আগে ফ্লোরিডা এবং টেক্সাসের ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন । স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নমুনা পরীক্ষা, চিকিৎসা এবং বর্তমানে সংক্রমিতদের বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় দেশটির মৃত্যুর হার হ্রাস পেয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন এবং মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৩১৮ জন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer