Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কঙ্গোয় সেনাবাহিনীর হামলায় ৮ জন নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ২৫ জুলাই ২০২১

প্রিন্ট:

কঙ্গোয় সেনাবাহিনীর হামলায় ৮ জন নিহত

ডিআর কঙ্গোর কর্তৃপক্ষ শনিবার বলেছে, কঙ্গো সেনাবাহিনীর আক্রমণে দু’জন পিগমি এবং ছয়জন মিলিশিয়া নিহত হয়েছে।

শুক্রবার সেনাবাহিনী ন্যাশনাল কাহোজি বিগা পার্কে হামলা চালিয়ে তাদের হত্যা করে, এটি বিশ্বের বৃহৎ গরিলা আবাসস্থল। এখানে প্রায় ৯০টি কুঁড়েঘর জ্বালিয়ে দেয়া হয়েছে।

কঙ্গো কর্তৃপক্ষ মিলিশিয়া গ্রুপের বিরুদ্ধে এলাকায় অবৈধ খনন এবং স্থানীয় পিগমিদের ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে।

“ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সশ¯্র বাহিনী এবং বনরক্ষীরা যৌথভাবে পিগমিদের উচ্ছেদ করতে এই অভিযান চালায়। সংলগ্ন কালেহ অঞ্চলের শীর্ষ কর্মকর্তা পাস্কেল সিমানা বলেন,এতে দুই পিগমি নিহত এবং অন্যরা আহত হয়েছে।”

তিনি বলেন,“ কমপক্ষে ৮৭ টি মাটির ঝুঁপড়ি ঘর পুড়ে গেছে।”

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer