Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

এবার ফ্রান্সেও শনাক্ত করোনা ভাইরাসের রোগী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ২৫ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

এবার ফ্রান্সেও শনাক্ত করোনা ভাইরাসের রোগী

ঢাকা : রহস্যময় করোনাভাইরাস যেন দ্রুতই ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। এবার এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ফ্রান্সেও। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিনের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, বোর্ডইক্স শহর ও রাজধানী প্যারিসে একজন করে আক্রান্ত রোগীকে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত দুজনই চীন ভ্রমণ করেছেন। ৪৮ বছর বয়সী আক্রান্ত একজন দক্ষিণ-পশ্চিম শহর বোর্দোয়াস হাসপাতালে ভর্তি আছেন।

স্বাস্থ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এখন আক্রান্ত ২ জন পাওয়া গেলেও সামনের দিকে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।শুক্রবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে একজন আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।

চীনের উহান শহর থেকে উদ্ভূত এই রহস্যময় ভাইরাস এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত পুরো বিশ্বের ৯৩৯ জন আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে চীনেই রয়েছে ৯১৬ জন। এছাড়া মারা গেছে ২৬ জন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer