Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

এখনও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি : রিজভী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ১০ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এখনও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি : রিজভী

ঢাকা : এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

এখনো বিএনপি নেতাকর্মীদের নির্যাতন অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে।

রিজভী বলেন, ‘জেলা প্রশাসক তথা রিটার্নিং কর্মকর্তারা ভয়ংকর গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পরিকল্পিত নীল নকশার মাধ্যমে অবৈধ সরকারের দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য এখনও নির্বাচন আয়োজনের ফন্দি ফিকির করছে। ক্ষমতাসীনদের মাস্টারপ্ল্যান অনুযায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রহসনমূলক নির্বাচনী ছক তৈরি করে এগিয়ে চলছে।’

তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এখন থেকে পুলিশ যেটা করছে আমার নির্দেশেই করছে। তাহলে নির্বাচন কমিশনার যে নির্বাচন নামক বড় জাহাজ পরিচালনার দায়িত্ব নিয়েছেন তা তো তিনি একদিকে হেলে রেখেছেন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer