Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

উত্তরপ্রদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ১৯ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

উত্তরপ্রদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ

ঢাকা : ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়েছে মোবাইল ফোনের ব্যবহার। রাজ্যটির উচ্চ শিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার এই নির্দেশনা জারি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের কলেজের সময় মনোযোগে বিঘ্ন আটকাতেই এই ব্যবস্থা। ফলে এখন থেকে শিক্ষার্থীরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোবাইল আনতে বা ব্যবহার করতে পারবে না। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক-অধ্যাপকদের ক্ষেত্রেও নিষিদ্ধ হয়েছে মোবাইল ফোনের ব্যবহার।

রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের প্রাতিষ্ঠানিক ঘণ্টার মূল্যবান অনেক সময় নষ্ট করেন মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে।

এর আগে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ সরকারি কর্মকর্তাদের বৈঠক ও মন্ত্রিসভার বৈঠকে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেন। গুরুত্বপূর্ণ বৈঠকে কয়েকজন মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে বার্তা পড়ায় ব্যস্ত থাকতে দেখা যাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer