Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ইসরাইলে পাঁচ মাসের মধ্যে ফের নির্বাচন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

ইসরাইলে পাঁচ মাসের মধ্যে ফের নির্বাচন

ঢাকা : পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচনে মঙ্গলবার ভোট দিয়েছেন ইসরাইলি নাগরিকরা। এপ্রিলের নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি জোট সরকার গঠনে ব্যর্থ হন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।


সরকার গঠনের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর পার্লামেন্টের সদস্যরা নতুন পার্লামেন্ট ভেঙে দেয়ার পক্ষে ভোট দেন। এতে নতুন নির্বাচন অনিবার্য হয়ে পড়ে। পরে নতুন নির্বাচনের দিন হিসেবে ১৭ সেপ্টেম্বরকে নির্ধারণ করা হয়।

বিবিসি জানায়, মঙ্গলবারের এ নির্বাচনের চূড়ান্ত জরিপে ডানপন্থী লিকুদ পার্টির সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া গেছে। মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতৃত্ব দিচ্ছেন ইসরাইলের সামরিক বাহিনীর সাবেক প্রধান বেনি গানট্স। ইসরাইলের স্থানীয় সময় সকালে ভোট গ্রহণ শুরু হয়ে রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ভোট গ্রহণ শেষ হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer