Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ইরাকে ফের যৌথ সামরিক অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ১৬ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ইরাকে ফের যৌথ সামরিক অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

ঢাকা : যুক্তরাষ্ট্র ফের ইরাকের সাথে যৌথ সামরিক অভিযান বুধবার শুরু করেছে। বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল নিহত হওয়ার পর এ অভিযান স্থগিত রাখা হয়েছিল। নিউইয়র্ক টাইমস একথা জানায়। খবর এএফপি’র।

মার্কিন সামরিক বাহিনীর দুই কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াই ক্রমান্বয়ে জোরদারে পেন্টাগন এই অভিযান ফের শুরু করতে চায়।বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার দু’দিন পর ৫ জানুয়ারি ওয়াশিংটন এই অভিযান স্থগিত করে।

একই দিন ইরাকের বিক্ষুব্ধ আইনপ্রণেতারা দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের ৫ হাজারের বেশি সৈন্যকে বহিস্কার করতে ভোট দেন।টাইমস জানায়, ইরাক সরকার ফের শুরু করা যৌথ সামরিক অভিযান অনুমোদন দিয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পেন্টাগন জানায়, অভিযান ফের শুরু করার ব্যাপারে এএফপি’র পক্ষ থেকে জানতে চাইলে তারা কোন তথ্য দেয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার জানান, ইরাকি নেতারা তাকে ব্যক্তিগতভাবে জানান যে মার্কিন সৈন্য ইরাক থেকে চলে যাওয়ার ব্যাপারে জনগণের দাবি থাকা সত্ত্বেও এখানে মার্কিন সৈন্যের উপস্থিতির ক্ষেত্রে তাদের (নেতাদের) সমর্থন রয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer