Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

আবারো ক্যানসারে আক্রান্ত গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ২০ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

আবারো ক্যানসারে আক্রান্ত গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী

ঢাকা : কিংবদন্তি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী আবারো ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার শরীরের ফুসফুস ও যকৃতে টিউমারের অস্তিত্ব পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।

আলাউদ্দিন আলীর এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর মহাখালির একটি হাসপাতালে তার শারীরিক চেকআপ করা হয়। সেই চেকআপে ক্যানসার ধরা পড়ে। এর মাধ্যমে সুস্থ হওয়ার অল্প কিছু দিনের ব্যবধানে আবারো ক্যানসারে আক্রান্ত হলেন বরেণ্য এই সঙ্গীতজ্ঞ।

২০১৫ সালে প্রথম ক্যানসারে আক্রান্ত হন আলাউদ্দিন আলী। তখন টানা ৬ মাস তিনি চিকিৎসাধীন থেকে সুস্থ হন। এরপর গত জানুয়ারিতে গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হন আলাউদ্দিন আলী। তখন তাকে চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়। এছাড়া ঢাকার ইউনিভার্সেল মেডিকেল হাসপাতালে তার চিকিৎসা হয়।

আলাউদ্দিন আলীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। তবে তার পরিবার সূত্রে জানা গেছে, এরই মধ্যে তার চিকিৎসায় ৫০ লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। তাই এখন আবার তার উন্নত চিকিৎসা নিয়ে চিন্তিত তার পরিবার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer