Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আইএস জঙ্গিদের হাতে অত্যাধুনিক ড্রোন: জাতিসংঘ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ১০ আগস্ট ২০২২

প্রিন্ট:

আইএস জঙ্গিদের হাতে অত্যাধুনিক ড্রোন: জাতিসংঘ

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা আবার সংগঠিত হচ্ছে এবং বেশ কিছু দিন ধরে তারা অত্যাধুনিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে।জাতিসংঘ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। বিশ্ব সংস্থাটি আরও জানিয়েছে, আন্তর্জাতিক সংকটকে কাজে লাগিয়ে জঙ্গিগোষ্ঠীটি আবারও সংগঠিত হয়ে নাশকতা চালাচ্ছে। খবর আনাদোলুর।

জাতিসংঘের পদস্থ কর্মকর্তা ভ্লাদিমির ভরনকভ বলেন, জঙ্গি গ্রুপটি সম্প্রতি ইরাকের উত্তরাঞ্চলে শক্তিশালী ঘাঁটি গেড়েছে।সেখান থেকে তারা বিভিন্ন অঞ্চলে ড্রোনের সাহায্যে হামলা চালাচ্ছে। আইএস নেতাদের হাতে এখন ৫০ মিলিয়ন ডলারের সম্পদ আছে বলেও জানায় জাতিসংঘ।

জাতিসংঘ কর্মকর্তা আরও জানান, আইএস এখন শুধু ইরাক আর ইরানেই সীমাবদ্ধ নেই, তাদের নেটওয়ার্ক এখন আফগানিস্তান, সোমালিয়া ও চাদ পর্যন্ত বিস্তৃত।

সম্প্রতি ইরাক-সিরিয়া সীমান্তে আইএসের তৎপরতা বেড়ে গেছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer