Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

অনুপ্রবেশ ঠেকানো বিজিবির দায়িত্ব : প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ১৮ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

অনুপ্রবেশ ঠেকানো বিজিবির দায়িত্ব : প্রধানমন্ত্রী

ঢাকা : ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে কাজ করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিলখানায় বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও বলেন সরকারপ্রধান।

২২৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী পুনর্গঠনের পর এবার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে বিজিবি।দিবসটি উপলক্ষে বুধবার বিজিবি সদর দপ্তর পিলখানায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুসজ্জিত বিজিবি কন্টিনজেন্টের পক্ষ থেকে প্যারেডের মাধ্যমে সালাম জানানো হয় সরকার প্রধানকে।

এ বাহিনীর সদস্যরা যেমন একাত্তরে ভূমিকা রেখেছিল দেশ মাতৃকার জন্য, তেমনি বর্তমানে কর্মরত সদস্যদের বিশেষ অবদানের জন্য কৃতি কর্মকর্তাদের বিজিবি পদকের ব্যাজ পরিয়ে দেন শেখ হাসিনা।

বিশ্বমানের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তোলা হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, সীমান্তে মাদক-চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে আরও সতর্ক থাকতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের চোরাচালান বন্ধ করা, মাদক বা নারী পাচার, অনুপ্রবেশ ঠেকানো বিজিবির দায়িত্ব। দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে বিজিবিকে

প্রধানমন্ত্রী আরও বলেন, চেইন অব কমান্ড মেনে চলতে হবে। শান্তি বজায় রাখতে হবে। সমস্যা হলে তা দেখার জন্য আমরা আছি।

পরে বর্ডার গার্ড বাংলাদেশের আধুনিক সীমান্তরক্ষা সরঞ্জাম, চৌকশ ডগ স্কোয়াডসহ কিশোর-কিশোরীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer