Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ২৩ নভেম্বর ২০২০

প্রিন্ট:

সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ

সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।প্রেসিডেন্ট বাশার আল আসাদ এক ডিক্রি জারি করে ফয়সাল মিকদাদকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। খবর আল জাজিরার।

সিরিয়ার প্রেসিডেন্টের দফতর রোববার এক বিবৃতিতে বলেছে, বাশার আল আসাদের নির্দেশে ফয়সাল মিকদাদকে সদ্য প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লিমের স্থলাভিষিক্ত হয়েছেন।

সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লিম গত সোমবার ৭৯ বছর বয়সে দামেস্কে ইন্তেকাল করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট আসাদ অপর শীর্ষস্থানীয় কূটনীতিক বাশার আল জাফরিকে উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। বাশার আল জাফরি দীর্ঘদিন জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে কূটনীতিক বাসসাম আস-সাব্বাগকে। সাব্বাগ এর আগে জাতিসংঘের সিরিয়া মিশনে বাশার আল জাফরির সহযোগী ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer