Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৩ ১৪৩১, শনিবার ১৮ মে ২০২৪

রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ৫ মে ২০২৪

প্রিন্ট:

রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি

ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে রাশিয়া। এমনকি তার নাম ‘ওয়ান্টেড’ তালিকাতেও যুক্ত করেছে দেশটি।

শনিবার রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেজের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেন ও ইউরোপের কয়েকটি দেশের কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে রুশ পুলিশ বাহিনী এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কাল্লাস, লিথুয়ানিয়ার সংস্কৃতিমন্ত্রীসহ লাটভিয়ার আইনসভার সাবেক কয়েক সদস্যকে ‘ওয়ান্টেড’ তালিকায় অন্তর্ভুক্ত করে। তাদের বিরুদ্ধে সোভিয়েত যুগের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ আনা হয়।

রাশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক কৌঁসুলির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই কৌঁসুলি গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে গ্রেফতারি পরোয়ানা প্রস্তুত করার কাজ করেছিলেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer