Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

‘আর ডিবি নয়, মেধার ভিত্তিতে অভিবাসী নেবে যুক্তরাষ্ট্র’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ১৫ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘আর ডিবি নয়, মেধার ভিত্তিতে অভিবাসী নেবে যুক্তরাষ্ট্র’

ফাইল ছবি

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আর লটারি নয়, মেধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রহণ করা হবে।

রোববার তিনি বলেন, আমেরিকাকে যারা শক্তিশালী ও উন্নত করতে পারবেন তাদেরই কেবল আনা হবে। দেশে আর মাদক আসতে দেওয়া হবে না।
 
প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি যে আমরা তাদেরই আনবো যাদের মেধা আছে এবং যারা আমেরিকার উপকারে আসবে। লটারির মাধ্যমে কাউকে যুক্তরাষ্ট্রে আনা হবে না।

আমেরিকাকে নিরাপদ করতে এবং মাদকের প্রবেশ রোধেই এই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মেধার ভিত্তিতেও যাদের আনা হবে তাদের অতীতের রেকর্ড যাচাই-বাছাই করা হবে। খবর এনডিটিভি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer