Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফালুজা আইএস দখলমুক্ত, পরবর্তী টার্গেট মসুল: প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ১৮ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফালুজা আইএস দখলমুক্ত, পরবর্তী টার্গেট মসুল: প্রধানমন্ত্রী

ঢাকা : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কবল থেকে সোনাবাহিনী ইরাকের আনবার প্রদেশের অন্যতম শহর ফালুজা পুনর্দখল নিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

স্থানীয় সময় শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আবাদি এ ঘোষণা দেন।

আন্তর্জাতিক মিডিয়াগুলোর খবরে বলা হয়, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলে নেওয়ার কয়েক মাস আগে ২০১৪ সালে ফালুজার দখল নেয় আইএস। এরপর ধীরে ধীরে সংগঠনটি ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখলে নেয়।

শুক্রবার দেওয়া ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ফালুজা মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম এবং তা করেছি। আমাদের নিরাপত্তা বাহিনী ছোট একটি অংশ বাদে শহরের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণে আছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাদবাকি অংশ নিয়ন্ত্রণে আসবে।’

আবাদি বলেন, ‘ফালুজা জাতির কাছে ফিরেছে। পরবর্তী যুদ্ধক্ষেত্র হলো মসুল।’

ফালুজা পুনর্দখল অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াহাব আল-সাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সন্ত্রাসবিরোধী শাখা ও র‍্যাপিড রেসপন্স ফোর্স ফালুজার প্রাণকেন্দ্রে সরকারি ভবনের দখল নিয়েছে।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables