Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৭ ১৪৩২, শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫

ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও ইসরাইলের দখলে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ৩ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও ইসরাইলের দখলে

ছবি: সংগৃহীত

গাজামুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব নৌযান আটক করেছে ইসরাইল। এরইমধ্যে নৌযানে থাকা অধিকারকর্মীদের ফেরত পাঠানো শুরু করেছে তেল আবিব।শুক্রবার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা চার ইতালীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। একইসঙ্গে নৌযানে থাকা বাকি কর্মীদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে বলা হয়, যত তাড়াতাড়ি সম্ভব ইসরাইল এই প্রক্রিয়াটি শেষ করতে চায়। আটক ৪৬১ জন কর্মী ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলেও পোস্টে দাবি করা হয়।

এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরাইলকে তাদের সব কর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছে। বিবৃতেতে ফ্লোটিলা জানায়, এই আটক অভিযান তাদের মিশনের সমাপ্তি নয়। ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধে লড়াই ও ফিলিস্তিনি জনগণের পাশে থাকার আমাদের অঙ্গীকার দৃঢ় রয়েছে।এদিকে গাজামুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণ বহরের সবশেষ নৌযানটিও ভূমধ্যসাগরে ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছে।

লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে ইসরাইলি বাহিনী জোর করে ওই জাহাজে উঠে পড়ছে।পোলিশ পতাকাবাহী ম্যারিনেট নামের জাহাজটির ক্রু সংখ্যা ছয়জন বলে জানা গেছে। এটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের মধ্যে গাজার দিকে যেতে থাকা সবশেষ জাহাজ

এর আগে বুধবার স্থানীয় সময় রাত থেকেই সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোতে অভিযান শুরু করে ইসরাইল। আটক করা হয় দুই শতাধিক যাত্রীকে। তাদের সবাইকে ইসরাইলের দক্ষিণাঞ্চলের কেটজিওট কারাগারে রাখা হয়। আটকদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। 
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables