
ছবি: সংগৃহীত
গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরাইলি বাহিনী। দ্য ম্যারিনেট নামের পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ৬জন আরোহী রয়েছেন।
নৌযানটি এখন আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে ঘণ্টায় প্রায় ২.১৬ নট গতিতে। গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব এখনো প্রায় ১০০ কিলোমিটার।বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
এদিকে ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত আছে। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।