
ফাইল ছবি
ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সাইবার হামলা চালানো হয়েছে। এর মধ্যে হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর অন্যতম। ফলে চেক ইন ও বোর্ডিং সিস্টেম ব্যাহত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে চেক-ইন ও বোর্ডিং সিস্টেম পরিচালনা করে থাকে কলিনস এ্যারোস্পেস।
সাইবার হামলা হওয়ার পর তা বিভিন্ন ধরণের যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। শনিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরও বিলম্বের বিষয়ে সতর্ক করেছে। ব্রাসেলস এয়ারপোর্টের তরফে বলা হয়েছে, ওই আক্রমণের ফলে স্বয়ংক্রিয় সিস্টেমগুলো অকার্যকর হয়ে পড়েছে। এতে ফ্লাইটের শিডিউল বাতিল বা বিলম্ব হয়েছে।
তবে সমস্যা দ্রুত সমাধানে সেবা প্রদানকারী সংস্থা দ্রুত কাজ করছে। শনিবারের ফ্লাইটের যাত্রীদেরকে বিমানবন্দরে পৌঁছানোর আগে বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।