Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২০ ১৪৩২, শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫

জেলেনস্কিকে বৈঠকের জন্য মস্কোয় আমন্ত্রণ পুতিনের

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ২৩:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

জেলেনস্কিকে বৈঠকের জন্য মস্কোয় আমন্ত্রণ পুতিনের

ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোয় বৈঠকের জন্য স্বাগত জানাতে প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করেছেন, কেবল বৈঠকের জন্য বৈঠক বসা অর্থহীন—এ ধরনের আলোচনা অবশ্যই তাৎপর্যপূর্ণ হতে হবে।

বুধবার চীনের বেইজিংয়ে দাওইউটাই রেসিডেন্সে এক সংবাদ সম্মেলনে পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, কেবল বৈঠকের জন্য বৈঠক করলে কোনো সমাধান আসে না। যদি বৈঠক যথাযথভাবে প্রস্তুত হয় এবং ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে, তবে আমি কখনোই তা প্রত্যাখ্যান করিনি। যদি জেলেনস্কি প্রস্তুত থাকেন, তিনি মস্কোয় আসতে পারেন এবং বৈঠক হবে।

পুতিন আরও জানান, গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত রুশ-মার্কিন শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রথম এমন বৈঠকের প্রস্তাব দেন। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পুতিনের ভাষায়, জেলেনস্কির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তার মেয়াদ বাড়ানোর কোনো সাংবিধানিক প্রক্রিয়াও ইউক্রেনে নেই।

অন্যদিকে, বুধবার ইন্দোনেশিয়ার পত্রিকা কমপাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, রাশিয়ার প্রধান অগ্রাধিকার হচ্ছে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সংকট নিরসন। এ জন্য রাশিয়া নির্দিষ্ট পদক্ষেপও নিচ্ছে বলে জানান তিনি।

ল্যাভরভ আরও উল্লেখ করেন, চলতি বছরের বসন্তে রাশিয়ার উদ্যোগেই মস্কো ও কিয়েভের মধ্যে সরাসরি আলোচনার পুনরারম্ভ হয়। এর ফলে তুরস্কের ইস্তান্বুলে তিন দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কিছু অগ্রগতি হয়েছে, যার মধ্যে বন্দি বিনিময় এবং নিহত সেনাদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables