Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩২, মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

উত্তর মেসিডোনিয়ার নাইট ক্লাবে আগুন : বহু হতাহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৪, ১৬ মার্চ ২০২৫

প্রিন্ট:

উত্তর মেসিডোনিয়ার নাইট ক্লাবে আগুন : বহু হতাহত

ফাইল ছবি

উত্তর মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইট ক্লাবে আগুন লেগে কয়েক ডজন মানুষ মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

বিবিসি, রয়টার্স সহ স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রবিবার ভোরে এ ঘটনা ঘটেছে।

সরকারি আইনজীবীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে নিহত এবং আহতদের সংখ্যা নির্ধারণ করা হচ্ছে।

কনসার্টে প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম বলছে যে, আগুনের সূত্রপাত আতশবাজি ব্যবহারের কারণে হতে পারে, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে মঞ্চ থেকে স্ফুলিঙ্গ দ্রুত ছড়িয়ে পড়ার আগে ছাদে উঠে গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer