Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৮, ২৫ জুন ২০১৯

প্রিন্ট:

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু

মৌলভীবাজার : সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার রাত নয়টা ২০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ওই পথে স্বাভাবিকভাবে যাত্রা করে।

এর আগে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় রোববার রাত সাড়ে এগারোটার দিকে আন্তনগর উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধার করে ক্ষতিগ্রস্ত রেল সেতু মেরামত করা হয়। এরপর সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে একটি রেলইঞ্জিন নিরাপদে সেতু পার হলে ট্রেন চলাচল স্বাভাবিক বলে ঘোষণা করেন গণপূর্ত রেলপথের প্রকৌশল বিভাগ। এরপর নয়টা ২০ মিনিটে উদয়ন এক্সপ্রেসে ওই সেতু পাড়ি দেয়।

উল্লেখ্য রোববার রাত সাড়ে ১১টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর উপবন এক্সপ্রেসের পাঁচটি বগি বরমচাল এলাকার রেল সেতু থেকে ছিটকে পড়ে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer