Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ৩ বগি লাইনচ্যুত : রেল যোগাযোগ বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ১৪ জুলাই ২০২৫

প্রিন্ট:

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ৩ বগি লাইনচ্যুত : রেল যোগাযোগ বন্ধ

ছবি- সংগৃহীত

খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি ট্রাক। এ ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার  রাত পৌনে ৮টার দিকে নগরীর খানজাহান আলী এলাকার আফিল গেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠলে স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময়ে খুলনা থেকে আসা ট্রেনটি ধাক্কা দেয়। এসময় ট্রাকটি সামনের দিকে নিয়ে যায়। এসময় ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে ডাউন লাইনে মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময়ে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।’