Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১ ১৪৩২, সোমবার ১৮ আগস্ট ২০২৫

তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ২১:১৩, ১৭ আগস্ট ২০২৫

প্রিন্ট:

তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। ফলে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার সন্ধ্যায় আমনুরা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি খুলনা দিক থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়া প্লান্টে আসছিল। এই ট্রেনের মোট ২৭টা তেলবাহী ওয়াগন ছিল। ইঞ্জিনের সাতটা ওয়াগনের পর পাঁচটি লাইনচ্যুত হয়েছে। এরফলে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল জানান, আমনুরা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার আগে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থলে রিলিফ ট্রেন আসছে।

তবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল বন্ধ থাকলেও রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার হাসিবুল।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables