
ফাইল ছবি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও এর প্রকল্পগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই নির্ধারিত অফিস সময়ে উপস্থিত হচ্ছেন না। আবার কেউ বিনা অনুমতিতে সময়ের আগেই অফিস ত্যাগ করছেন। বিষয়টি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের নজরে এসেছে।
এর পরেই বুধবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ডিএমটিসিএল এবং এর আওতাধীন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীদের কেউ কেউ যথাসময়ে অফিসে উপস্থিত হন না। আবার অফিস সময়ের পূর্বেই কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অফিস ত্যাগ করেন। এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর পরিপন্থি।’
ওই নোটিশে আরো বলা হয়েছে, ‘সকাল ৯টার মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি শাখায় হাজিরা খাতা সংরক্ষণ এবং তা নিয়ন্ত্রণকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত পরীক্ষা করতে হবে।