Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৮ ১৪৩২, বুধবার ১৩ আগস্ট ২০২৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এবার রেলপথ অবরোধ : ঢাকা-উত্তরবঙ্গে ট্রেন চলাচল বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: ১১:০৫, ১৩ আগস্ট ২০২৫

প্রিন্ট:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এবার রেলপথ অবরোধ : ঢাকা-উত্তরবঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন কর্মসূচির পরে এবার রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

বুধবার সকাল ৯টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের সামনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।  এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন তারা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables