Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৫ ১৪৩২, রোববার ৩১ আগস্ট ২০২৫

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে সোমবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৮, ১৪ জুলাই ২০২৫

প্রিন্ট:

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে সোমবার

ফাইল ছবি

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সোমবার বিকেল থেকে (ওইদিনের জন্য) বন্ধ থাকবে। তবে ওই সময়ে অন্যান্য স্টেশনে স্বাভাবিক থাকবে মেট্রোরেলের চলাচল।

রোববার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই বিকেল ৫টা থেকে স্টেশনটি বন্ধ রাখা হবে।

এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্যবিবরণীর কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables