
ফাইল ছবি
ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ঢল সামাল দিতে বাস টার্মিনালগুলোতে শুরু হয়েছে প্রস্তুতি। জোরেশোরে চলছে বাস ধোয়ামোছার কাজ। পরিষ্কার করা হচ্ছে সিট, পরীক্ষা করা হচ্ছে যন্ত্রাংশ।
এরইমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। চলবে আগামী ২৮ মে পর্যন্ত। ভোগান্তি লাঘবে নির্ধারিত কাউন্টার ছাড়াও বিগত দিনের মতো অনলাইনেও করা হয়েছে টিকিটের ব্যবস্থা৷সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্টার থেকে এবং দিনের যেকোনো সময় অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা৷
ব্যাবস্থাপনায় সন্তুষ্ট হলেও ঈদের আগের দুদিনের টিকেট না পাওয়া নিয়ে যাত্রীদের অভিযোগ রয়েছে। সেইসেঙ্গ এসি বাসের টিকিটের দাম বাড়ানোরও অভিযোগ করেছেন তারা।তবে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী ভাড়া নেয়া হচ্ছে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, বাড়তি ভাড়া নিয়ে আমরা ও কঠোর। কোনো দিক থেকে কমতি থাকলে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিবো।