Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।সোমবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দেইয়ান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সকাল ৬টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আর ফেরি বন্ধ থাকায় যানবাহনগুলো ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এবং ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকলে যাত্রী ও যানবাহন নিয়ে এ সময় ঘাট এলাকায় ৬টি ফেরি নোঙর করে পদ্মায় আটকে থাকে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দেইয়ান জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সোমবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে। ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন ও যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables