Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

নিকলী হাওরে পর্যটক নৌযানে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

নিকলী হাওরে পর্যটক নৌযানে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক

কিশোরগঞ্জ জেলার নিকলী হাওরে পর্যটকবাহী সব নৌযানে লাইফ জ্যাকেট বা পানিতে জীবন রক্ষাকারী উপকরণ রাখা বাধ্যতামূলক করেছে উপজেলা প্রশাসন। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে নিকলী উপজেলা প্রশাসন।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিক জামান স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিকলী উপজেলার সব নৌযান মালিক, চালক ও মালিক সমিতির অবগতির জন্য জানানো যাচ্ছে যে,পর্যটকদের যাত্রা নিরাপদের নিমিত্ত প্রত্যেকটি নৌকায় আবশ্যিকভাবে লাইফ জ্যাকেট বা পানিতে জীবন রক্ষাকারী উপকরণ রাখা ও ব্যবহার নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট সব নৌযান মালিক, চালক ও নৌযান সমিতিকে এ নির্দেশনা যথাযথ পালনের অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables