Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২ ১৪৩২, শনিবার ১৮ অক্টোবর ২০২৫

কার্গো সেকশনে এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ১৮ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

কার্গো সেকশনে এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে। শনিবার সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখার সময়ও আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ।

দুপুর আড়াইটায় অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সেনা, নৌ, বিমানবাহিনী এবং বিজিবি যোগ দেয়। তবে সংস্থাগুলোর কর্মীদের নিরলস চেষ্টায় সাড়ে তিন ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসারের ১৫ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।
 
ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে কার্গো ভিলেজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আগুনের কারণে বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এরইমধ্যে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও একটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।

এখন পর্যন্ত ফ্লাইট রেডারে শাহজালাল বিমানবন্দরে বন্ধ দেখাচ্ছে বিমান চলাচল। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables