Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

বুলবুলের তাণ্ডবে অর্ধলক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ১২ নভেম্বর ২০১৯

আপডেট: ১৫:০২, ১২ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

বুলবুলের তাণ্ডবে অর্ধলক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী

ঢাকা :ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ১৬ জেলার অর্ধলক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।তিনি জানান, ঘূর্ণিঝড় বুলবুলে ৫০ হাজার ৫০৩ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে দ্রুতই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষিমন্ত্রী।আক্রান্ত জমিতে দুই লাখ ৮৯ হাজার ৬ হেক্টর আবাদি জমির মধ্যে মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ২২ হাজার ৮৩৬ হেক্টর, যা মোট আক্রান্ত জমির ৮ শতাংশ বলে জানান কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার রোপা আমন, শীতকালীন সবজি, সরিষা, খেসারি ও পানের বরজের জমি আক্রান্ত হয়েছে।

তিনি আরো জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ ৭২ হাজার ২১২ মেট্রিকটন, আর্থিক ক্ষতির পরিমাণ ২৬৩ কোটি ৫ লাখ টাকা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables