Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

বোয়িং সেভেন থ্রি’র ফ্লাইট বাতিল অব্যাহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ৩ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

বোয়িং সেভেন থ্রি’র ফ্লাইট বাতিল অব্যাহত

ঢাকা : চলতি বছরের তেশরা ডিসেম্বর পর্যন্ত বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের ফ্লাইট বাতিল অব্যাহত রেখেছে আমেরিকান এয়ারলাইন্স।

এ সময়ের মধ্যে আমেরিকান এয়ারলাইন্স বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন মডেলের দৈনিক ১শ` ৪০ টি করে ফ্লাইট বাতিল করবে। এর আগে দোশরা নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিলের পরিকল্পনা ছিলো।

ইন্দোনেশিয়া আর ইথিওপিয়ায় বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনার পর এ বোয়িংয়ের এই মডেলের বিমানের চলাচল বাতিল করেছে অনেক এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ কবে নাগাদ এ মডেলের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে, তা এখনো অজানা। তবে ২০২০ সালের জানুয়ারি থেকে এ বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে প্রত্যাশা বোয়িং কর্তৃপক্ষের।