Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬

সাজেকে আটকা চার শতাধিক পর্যটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ৩ আগস্ট ২০২৪

প্রিন্ট:

সাজেকে আটকা চার শতাধিক পর্যটক

ছবি- সংগৃহীত

রাঙামাটির ভূস্বর্গখ্যাত সাজেকের সড়ক পানিতে ডুবে থাকায় প্রায় চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণে খাগড়াছড়ি জেলার দীঘিনালার কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের রাস্তা ডুবে গেছে। ফলে সাজেক যাওয়ার সড়কের দুটি স্থান ডুবে থাকায় পর্যটকরা আটকা পড়েছেন।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সহসভাপতি জয় ত্রিপুরা বলেন, শুক্রবার রাতে প্রায় ৪০০ পর্যটক সাজেকে অবস্থান করছেন। বাঘাইহাট ও কবাখালী সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় এসব পর্যটক আটকা পড়েছেন।

তিনি আরও বলেন, যদি পানি সরে না যায়, তাহলে পর্যটকরা রুম সার্ভিস বাবদ এক হাজার ৫০০ টাকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকতে পারবেন।

Walton
Walton