Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ১ ১৪৩২, শুক্রবার ১৬ মে ২০২৫

এবার এলো স্মার্ট কনডম, জানাবে যৌনতার খুঁটিনাটি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ১ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এবার এলো স্মার্ট কনডম, জানাবে যৌনতার খুঁটিনাটি

ঢাকা : প্রযুক্তির কল্যাণে ফোন থেকে শুরু করে ঘড়ি- সবই এখন ‘স্মার্ট’। এবার সেই তালিকায় যুক্ত হলো কনডমও! এর মাধ্যমে যানা যাবে ব্যবহারকারীর যৌনশক্তির পরিমাপ।

ব্রিটিনের একটি গর্ভনিরোধক প্রস্তুতকারী সংস্থা বাজারে নিয়ে এসেছে ‘আইকন’ নামের এই যন্ত্র। তবে কন্ডমের মূল কাজ- গর্ভনিরোধ এতে সম্ভব নয়! সেজন্য সাধারণ কনডমই ভরসা।

তাহলে এই কন্ডম দিয়ে হবেটা কী? এই কনডমের মাধ্যমে জানা যাবে যৌন মিলনের খুঁটিনাটি। মিলনের সময়কাল, গতি, যৌনশক্তি- সবকিছুই পরিমাপ করা যাবে এর মাধ্যমে।

ব্রিটিশ সংস্থাটির দাবি, আদতে এই কন্ডোম-রিং একটা ডিভাইস। এর কার্যকারিতা বুঝতে যন্ত্রটিকে স্মার্ট ফোনের সঙ্গে জুড়তে হবে। ভায়া ব্লু-টুথ। এক ঝলকে ‘সেক্স-টয়’ মনে হলেও এর মধ্যে রয়েছে ন্যানো-চিপ, এমনকী মাইক্রো ইউএসবি পোর্টও। অর্থাৎ, এটি রিচার্জও করা যাবে।

প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক ভাবে এই কন্ডোম-রিং ব্যবহারকারীর তথ্য তার পরিচয় গোপন করেই সংরক্ষিত হবে। তবে ‘অত্যুৎসাহী’ কোনও পুরুষ তা চাইলে নিজের সঙ্গিনীকে জানাতে পারেন।

সূত্র : আনন্দবাজার

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer